বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
spot_img

চট্টগ্রামে ১৪টি সাজার পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১৪টি সাজা পরোয়ানাভুক্ত ২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, কোতোয়ালী থানা এলাকার নন্দনকানন এলাকার মৃত মোহাম্মদ নুরুল হকের ছেলে মো. ইমতিয়াজ সেলিম ও তামাকুন্ডি লেইন এলাকার মৃত নজির আহমেদর ছেলে মো. কামাল উদ্দিন। গতকাল শনিবার দুপুরের দিকে কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কোতোয়ালী থানার ওসি ওবাইদুল হক বলেন, ১৩টি সাজা পরোয়ানা ও ১টি সিআর (নরমাল) সহ মোট ১৪ পরোয়ানাভুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দুইজনকে আদালতে সোপার্দ করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ