বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
spot_img

জাল দলিল সম্পাদন করতে গিয়ে ৩ প্রতারক ধরা

নিজস্ব প্রতিবেদক:  অন্যের জমি নিজের দাবি করে ভুয়া দলিল সম্পাদন করতে গিয়ে চট্টগ্রাম কোর্ট হিলের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে  ৩ প্রতারক হাতে-নাতে ধরা। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

ধৃতরা হলেন মো.সিরাজুল আলম টিপু, মো. আলী, মো.শহিদ । পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আলী আজগর জানান, দলিল রেজিস্ট্রি করতে আসলে দেখা যায় তারা প্রকৃত মলিক নন। অন্যের জমি নিজের দাবি করে তারা  ভুয়া রেজিস্ট্রি সম্পন্ন করার চেষ্টা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

ভিডিও দেখতে ক্লিক করুন..

https://www.facebook.com/watch/live/?mibextid=oFDknk&ref=watch_permalink&v=1286680092319700&rdid=dzyvSBN9o6Vubh6I

সর্বশেষ