spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামের পতেঙ্গায় রাশেদ-গিয়াস  গ্রুপের ৬ ডাকাত আটক

spot_img

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন চরপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্র, গোলাসহ রাশেদ-গিয়াস গ্রুপের ৬ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

- Advertisement -

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পতেঙ্গা চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো-তৌহিদুল ইসলাম আকাশ (২২), মো. মনির উদ্দিন (২৩), মো. রুবেল (৩২), মো. ফারুক (২২), মো. সোহেল (২৫), মো. জাহিদ (২৫)। তারা সকলেই আনোয়ারা উপজেলার গহিরা দোভাষী বাজার এলাকার বাসিন্দা বলে জানা যায়।বাংলাদেশ কোস্টগার্ড (চট্টগ্রাম) দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্রে জানানো হয়, পতেঙ্গা চরপাড়া ঘাট এলাকায় একটি জলদস্যুর দল ডাকাতির উদ্দেশ্যে সমুদ্রে অবস্থান নিচ্ছে; এমন খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৬ জন ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গোলাসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাশেদ-গিয়াস গ্রুপের সদস্য বলে জানান। তারা দীর্ঘদীন ধরে বর্হিঃনোঙরে বিভিন্ন লাইটার ও মাছ ধরার বোটে ডাকাতি করতেন বলে স্বীকার করেন। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. সিয়াম উল হক জানান, জব্দকৃত মালামালসহ আটক ডাকাতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ