শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
spot_img

ফটিকছড়ি তে সরকারি রাস্তা দখল করে ভবনের পার্কিং নির্মানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ধর্মপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের ফরাঙ্গীখিল গ্রামের এলাকাবাসী ও সর্বস্থরের জনসাধারণ দীর্ঘদিনের চলাচলের সরাসরি রাস্তা দখল করে ভবনের পা র্কিং নির্মান করার অভিযোগ উঠেছে শাক্যপদ বড়ুয়া ড্রাইভারের বিরুদ্ধে। সড়ক উঁচু করে ঢালাই নির্মানে বাঁধা দেওয়ায় হুমকি দমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী রা।জানা যায়, গ্রামবাসী রাস্তাদখল মুক্ত করতে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভুমি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলা দক্ষিণ ধর্মপুর ৯ নং ওয়ার্ডের ফরাঙ্গীখিল গ্রামের শাক্যপদ বড়ুয়া ড্রাইভার একটা ভবন নির্মান করেন তার নিজস্ব জায়গায় এবং রাস্তা দখল করে পার্কিং নির্মান করতে থাকেন।সরকারি রাস্তা দখল থেকে বিরত থাকতে অনুরোধ করেন গ্রামবাসী । একদিন বন্ধ রাখার পর গভীর রাতে ঢালাই দিয়ে ১৫ ফুট রাস্তা ৩ ফুট উঁচু করে দখলে নেয়। যার কারনে সাধারন মানুষের চলাচলে বিঘ্নিত হচ্ছে প্রতিনিয়ত এবং বৃদ্ধ বয়স্ক ব্যক্তিদের চরম ভোগান্তি পোহাতে হয়।তিনি বাংলাদেশ গ্যাস ফিল্ড লিমিটেড কোম্পানি ব্রাহ্মণবাড়িয়া ড্রাইভার হিসেবে কর্মরত রয়েছেন। এব্যপারে শাক্যপদ ড্রাইভার বলেন, রাস্তা দেবে গেছে তাই উঁচু করেছি। এবং ইউপি সদস্য আকাশ এর সাথে সমন্বয় করে ঢালাই দিয়েছি। এদিকে সরকারি রাস্তা দখলের অভিযোগ প্রসঙ্গে সহকারী ভুমি মেজবাহ উদ্দিন বলেন,এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি নোটিশ করেছি।সরকারী রাস্তা ভরাট ঢালাই করা হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ