শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
spot_img

পাহাড়তলী সরাইপাড়ায় আগুনে পুড়ে ছাই দুই বেকারি এক গ্যারেজ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের পাহাড়তলী সরাইপাড়া এলাকায় আগুনে পুড়ে ছাই হয়েছে দুই বেকারি ও এক গ্যারেজ। শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সরাইপাড়া লোহারপোল এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। তিনি জানান, রাত ১টার দিকে আগুন লাগার খবর আসে। এর পর আগ্রাবাদ ও বন্দর স্টেশনের ৪টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে দুটি বেকারি ও একটি গ্যারেজ সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্তসাপেক্ষে বলা যাবে-যোগ করেন তিনি।

সর্বশেষ