- Advertisement -
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার শায়েস্তানগর ও দৌলতপুর এপুলিশ জানিয়েছে, সকাল ৭টার দিকে শায়েস্তানগরের কাছে একটি ইটবোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটার শ্রমিক বোরহান ও মোহাম্মদ আলী নিহত হন।
এছাড়া, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুরের কাছে ঢাকাগামী অনির্বাণ পরিবাহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এক নারী নিহত হন। তাৎক্ষণিক তার নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। লাকায় দুর্ঘটনাগুলো ঘটে।