দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর মধ্যে ১৭৯জন নিহত

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ায় ১৮১ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে সরে গিয়ে দেওয়ালে ধাক্কা মারে এবং তৎক্ষণাৎ আগুন ধরে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

- Advertisement -

বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে আসছিল। অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে ল্যান্ডিং গিয়ার কাজ না করায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সময় বিমানে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। এখন পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট চয় সাং-মোক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিমানটি Jeju Air Plane সংস্থার ছিল এবং প্রতিষ্ঠানটি দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

সর্বশেষ