চট্টগ্রামের পতেঙ্গায় ঝোপ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

 

- Advertisement -

আফসানা মিমি : চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গার ঝোপ থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে পতেঙ্গার ১০ নম্বর ঘাটের কয়লার ডিপো এলাকার বিমান বন্দরের কাছে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাত পরিচয়ের পরুষের বয়স আনুমানিক ৫০ বছর বলে পুলিশ জানায়। তার পরণে কালো প্যান্ট ও ফতুয়া ছিল।
পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফউজুল আজিম জানিয়েছেন, কয়লার ডিপো এলাকায় সড়কের পাশের ঝোপে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের জানায়। পরে সেখানে গিয়ে আমরা বস্তাবন্দি লাশটি উদ্ধার করি।নিহতের মুখমন্ডল ও মাথায় পচন ধরেছে। মনে হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, অন্য কোথাও হত্যার পর লাশ এখানে ফেলে গিয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সর্বশেষ