spot_img

উত্তরায় স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

একটি গাঁয়ের পেছনে, যেখানে সব কিছু শান্ত ও নিরিবিলি ছিল, সেখানে এক অস্বাভাবিক ঘটনা ঘটে গেল। উত্তরায়, এক ঘরোয়া পরিবারের শান্ত জীবন একেবারে পাল্টে গেল, যখন একদিন সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী এক সাথে যাওয়ার সময় তাদের গাড়ি একদল দুষ্কৃতিকারীদের কবলে পড়ে। তারা স্বামীকে ধরে নিয়ে যেতে চাইছিল, কিন্তু স্ত্রীর ছিল এক অদম্য সাহস।

- Advertisement -

স্ত্রী জানত, তার স্বামী এক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার জীবনের মূল্য অনেক। সেই মুহূর্তে, যখন তার স্বামীকে আক্রমণকারীরা মারধর করছিল, স্ত্রীর মনে কোন ভয় ছিল না। তিনি এক মুহূর্তের জন্যও চিন্তা করেননি। তিনি সাহসের সাথে সামনে এসে দুষ্কৃতিকারীদের বাধা দেন। তিনি তাদের সাথে সরাসরি মোকাবিলা করেন এবং একা, একদম একা, নিজেদের রক্ষার জন্য লড়াই শুরু করেন।

রাজধানীর উত্তরায় এক দম্পতিকে প্রকাশ্যে কোপাতে থাকেন দুই যুবক। এ সময় স্বামীকে বাঁচাতে রামদায়ের সামনে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনার পর পরেই দম্পতিকে কোপানো দু’জনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে।আটকরা হলেন মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।

ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক ক্ষিপ্ত হয়ে ওই দম্পতিকে রামদা দিয়ে কোপাচ্ছেন। জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। স্বামীকে পেছনে লুকিয়ে রাখার চেষ্টা করছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এই ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি মোটরসাইকেলে ছিলেন এই দম্পতি। তারাও এর প্রতিবাদ জানান। তখন ধাক্কা দেয়া মোটরসাইকেলের দুই আরোহী আরো কয়েকজনকে ডেকে আনেন। পরে ওই দম্পতির ওপর তারা ধারাল অস্ত্র দিয়ে হামলা করেন।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। বাকিটা তদন্তের পর বলা যাবে।

স্ত্রীর এ সাহসিকতা দেখে অনেকেই হতবাক হয়ে যান। দুষ্কৃতিকারীরা কিছুটা চমকে যায়, কারণ তারা ভাবেনি যে, একজন নারী এইভাবে নিজেকে এবং তার স্বামীকে রক্ষা করবে। বহু রক্তক্ষয়ী মুহূর্তের পরে, অন্যান্য লোকজন এসে তাদের সাহায্য করতে থাকে, এবং শেষে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

এভাবে, স্ত্রীর দৃঢ় সাহস ও ভালোবাসা তার স্বামীকে বাঁচিয়ে ফেলেছিল। এটি শুধু এক অভাবনীয় ঘটনা নয়, এটি একটি শক্তিশালী বার্তা যে, ভালোবাসা ও আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি।

এ ঘটনা সমাজে আলোড়ন সৃষ্টি করে, যেখানে সব স্ত্রীরা নিজেদের জীবনে কোনো বিপদে স্বামী বা প্রিয়জনের জন্য একইভাবে লড়াই করতে পারে, আর তাদের শক্তি ও সাহস কখনোই ছোট করা উচিত নয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এই ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি মোটরসাইকেলে ছিলেন এই দম্পতি। তারাও এর প্রতিবাদ জানান। তখন ধাক্কা দেয়া মোটরসাইকেলের দুই আরোহী আরো কয়েকজনকে ডেকে আনেন। পরে ওই দম্পতির ওপর তারা ধারাল অস্ত্র দিয়ে হামলা করেন।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। বাকিটা তদন্তের পর বলা যাবে।

সর্বশেষ