লিওনেল মেসির খ্যাতি তো বিশ্বজোড়া। একের পর এক শিরোপা জয়, রেকর্ড গড়েই চলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। এবার তাঁর সঙ্গে যোগ হয়েছেন আরেক মেসি। ‘নতুন মেসি’ খ্যাত ক্লদিও এচেভেরিও আছেন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে আর্জেন্টিনা দলে।
- Advertisement -
বাছাইপর্বে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে সামনে রেখে গত রাতে ৩৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে চোটে পড়ায় ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে পাচ্ছে না আলবিসেলেস্তেরা। দলে ডাক পেয়েছেন একাধিক তরুণ ফুটবলার।
আক্রমণভাগে আছেন ইতালির কোমো ১৯০৭ ক্লাবের নিকোলাস পাজ, ম্যানচেস্টার সিটির এচেভেরি, বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ত্রোর মতো তরুণরা আছেন এই দলে। এচেভেরি কদিন আগে শেষ হওয়া দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ৬ গোল করেছিলেন।