spot_imgspot_img
spot_imgspot_img

৯৯ বেত্রাঘাতের শাস্তির ভয়ে ইরানে যাচ্ছেন না রোনালদো?

নিজস্ব প্রতিবেদক
spot_img

ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও শিরোনামে, তবে এবার ফুটবলীয় নৈপুণ্যের জন্য নয়—বরং এক চাঞ্চল্যকর বিতর্ক তাকে ঘিরে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে আল-নাসরের সঙ্গে ইরানে যাওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু কেন?

- Advertisement -

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি ২০২৩ সালে ইরানের এক শারীরিকভাবে অক্ষম নারী শিল্পীকে চুম্বন ও আলিঙ্গন করার ঘটনায় রোনালদোর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি ওঠে। ইসলামি আইনের অধীনে এটি ‘ব্যভিচার’ হিসেবে গণ্য হতে পারে, যার ফলে তাকে ৯৯ বেত্রাঘাতের শাস্তির মুখোমুখি হতে হতো। যদিও সেসময় স্পেনের ইরানি দূতাবাস ব্যাপারটিকে ভুয়া বলে উড়িয়ে দেয়। তবে সাম্প্রতিক খবর বলে ব্যাপারটি ঠিক সে জায়গায় স্থির নেই।

যদিও বিষয়টি আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে, তবে ইরানি আদালত এখনো আনুষ্ঠানিকভাবে এই রায় কার্যকরের ঘোষণা দেয়নি। তবে আল-নাসর নিশ্চিত করতে চেয়েছে, তাদের সবচেয়ে মূল্যবান তারকার নিরাপত্তা যেন কোনোভাবেই ঝুঁকির মুখে না পড়ে।

আল-নাসর চেয়েছিল ম্যাচটি নিরপেক্ষ কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়া হোক, তবে ইরানি ক্লাব এস্তেগলাল সে অনুরোধ প্রত্যাখ্যান করে। এই সিদ্ধান্ত নিয়েও অনেক প্রশ্ন উঠেছে- ক্রিশ্চিয়ানোকে দলে না পাওয়ার সুবিধা নিতে কি ইচ্ছাকৃতভাবে ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়নি?

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ