spot_imgspot_img
spot_imgspot_img

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাজীব মীর আর নেই

spot_img

 

- Advertisement -

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক রাজীব মীর আর নেই। শুক্রবার (২০ জুলাই) দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের গ্লোবাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১.৩৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার কয়েকজন সহপাঠী এই তথ্য নিশ্চিত করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক লিভার সিরোসিস রোগে আক্রান্ত। তিন মাস আগে চিকিৎসার জন্য তিনি চেন্নাই যান। সেখানকার চিকিৎসকরা জানান, দুই মাসের মধ্যে লিভার ট্রান্সপ্লান্ট করা না হলে তাকে বাঁচানো সম্ভব নয়। শিক্ষক রাজীব মীরের চিকিৎকসার জন্য প্রায় এক কোটি টাকা প্রয়োজন ছিল। শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা মিলে ৫০ লাখের মতো জোগাড় করেন।

এর আগে যৌন হয়রানি অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে। এর বিরুদ্ধে রাজীব মীর হাইকোর্টে রিট করেন। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির কাছে চাকরি ফিরে পেতে আবেদন করেন তিনি। রাজীব মীর একাধারে কবি, লেখক, গবেষক ও সমাজকর্মী ছিলেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ