spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রাম জেলা শিল্পকলার নির্বাচনে ভোটগ্রহণ শেষ

spot_img

 

- Advertisement -

প্রথমবারের মতো অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটির নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

দীর্ঘ প্রায় ১৬ বছরের পুরনো অ্যাডহক কমিটি বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে এবার কমিটি করার সিদ্ধান্ত হয়। সে অনুসারে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নতুন কার্য নির্বাহী কমিটি গঠিত হতে হচ্ছে।

আজ শনিবার সকাল নয়টা থেকে ত্রি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কার্য নির্বাহী কমিটির নির্বাচনে দশটি পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৫১ পদপ্রার্থী। এর মধ্যে সহ-সভাপতির ২টি পদে ৮ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সম্পাদকের ২টি পদে ৯ জন এবং কার্যকরী সদস্যের ৫টি পদে ৩২ জন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পদাধিকার বলে কার্যনির্বাহী কমিটিতে জেলা প্রশাসক সভাপতি ও কালচারাল অফিসার কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। এছাড়া তিন জন সদস্য জেলা প্রশাসক কর্তৃক মনোনিত হবেন।

জেলা শিল্পকলা একাডেমি কার্যনির্বাহী কমিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুর রহমান এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ