spot_imgspot_img
spot_imgspot_img

ক্ষমতাচ্যুত হাসিনার বিচারের কথা বলেছি, নির্বাচন পেছানোর সঙ্গে সম্পর্ক নেই: সারজিস

নিজস্ব প্রতিবেদক
spot_img

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের কথা বলেছি; নির্বাচন পেছানোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শুক্রবার রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

- Advertisement -

এর আগে গত মঙ্গলবার সকালে জাতীয় নাগরিক পার্টির নেতাদের ঢাকার রায়েরবাজারে অভ্যুত্থানে শহীদ ছাত্র–জনতার কবর জিয়ারতের পর দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছিলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে।

শুক্রবার সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন হাজারের ওপর মানুষকে এভাবে হত্যা করা হয়েছে, এখনো আমাদের মায়েরা-বাবারা তাদের সন্তানের লাশ কোথায় দাফন করা হয়েছে, কোথায় আছে এটা খুঁজে বেড়াচ্ছে। আমরা রায়েরবাজারে কবরস্থানে গিয়েছি যেখানে শতাধিক লাশ বেওয়ারিশভাবে দাফন করা হয়েছে। অথচ তাদের প্রত্যেকেরই ওয়ারিশ রয়েছে। আমাদের সামনে দুজন মা অঝোরে কান্না করছিলেন।

তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তিগতভাবে অনুভূতি সহমর্মিতা থাকে তাহলে একজন বিবেকবান মানুষ এটুকু দাবি করবে। যে খুনির নির্দেশে এত বড় একটি হত্যাকাণ্ড হলো, অন্তত তার বিচারটা আমরা এই বাংলাদেশে দেখতে চাই।

তিনি আরও বলেন, আমি শুধু আমার ওই শহিদের মা যে কথাটি বলেছেন- সেই কথাটিই আমার মুখ দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। এটা শুধু ওই দুই শহিদের মায়ের কথা না। পুরো বাংলাদেশের এই অভ্যুত্থানে আহত সব যোদ্ধা এবং শহিদ পরিবারের একই কথা। সামগ্রিক বিষয়টি তুলে ধরতে এবং এটার প্রয়োজনীয়তা তুলে ধরতে কথাটি বলা। এটার সঙ্গে সরাসরি নির্বাচন পিছিয়ে দেওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে, এটি কখনো সেভাবে সম্পর্কিত না।

সারজিস বলেন, নির্বাচনকেন্দ্রিক একটা শব্দ এলে আমাদের রাজনৈতিক দলগুলো কেন শুধু নির্বাচন পেছানোর ভয় করে? কেন শুধু আমাদের মাথায় একটা নির্বাচন হবে, আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতায় যাব, এই চিন্তা কাজ করে?- এটা আমরা জানি না।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ