চট্টগ্রামে কর্মরত রিপোর্টারদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনের সভাপতি পদে দৈনিক প্রতিদিনের সংবাদের ব্যুরো প্রধান কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক পদে চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য আলিউর রহমান মনোনীত হয়েছেন।
শনিবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে ২০১৮-২০২০ সেশনের এই কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সিনিয়র সহ সভাপতি পদে তারা টিভি ও দৈনিক সংবাদের ব্যুরো প্রধান নিরূপম দাশগুপ্ত, সহ সভাপতি পদে সিপ্লাস টিভির সম্পাদক আলমগীর অপু, যুগ্ম সম্পাদক পদে আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া অর্থ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার ফারুক আব্দুল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাংলা টিভির ব্যুরো প্রধান লোকমান চৌধুরী, আন্তর্জাতিক যোগাযোগ ও গবেষণা সম্পাদক পদে আরটিভির ব্যুরো প্রধান সারোয়ার আমিন বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সুপ্রভাত বাংলাদেশের স্টাফ রিপোর্টার আজিজুল কদির, সমাজকল্যাণ সম্পাদক দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারি রুনা মনোনীত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে মনোনীত চারজন হলেন- চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য সামশুল হুদা মিন্টু, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিভাগীয় প্রধান দেবদুলাল ভৌমিক, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত ও যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান জামশেদ রেহমান চৌধুরী। নিউজ চিটাগাং টোয়েন্টি ফোর