spot_imgspot_img
spot_imgspot_img

খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন আইনজীবী ও স্বজনরা

spot_img

 

- Advertisement -

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার আইনজীবী ও পরিবারের স্বজনরা। গতকাল বিকাল ৪টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে গিয়ে তার দুই আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সাক্ষাৎ করেন। বিকাল পৌনে ৫টায় তারা কারাগার থেকে বের হওয়ার পরপরই খালেদা জিয়ার পরিবারের পাঁচ সদস্য ভেতরে প্রবেশ করেন। এদের মধ্যে ছিলেন- খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, বোনের স্বামী রফিকুল ইসলাম, ভাগ্নি সায়মা ইসলাম, ভাগ্নে ডা. মামুন ও মাসুদ। এর আগে ১৪ই জুলাই খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার স্বজনরা। তবে, তিনি অসুস্থ থাকার কারণে দেখা করতে পারেননি বলে জানিয়েছিলেন তার বোন সেলিমা ইসলাম।
কারাগারে যাওয়ার বিষয়ে সানাউল্লাহ মিয়া জানান, তারা মামলা সংক্রান্ত কাজে তার কাছে যান। এ বিষয়েই তার সঙ্গে কথা হয়েছে। এ সময়ে তিনি মামলার বিষয়ে নানা দিকনির্দেশনা দিয়েছেন। খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ম্যাডাম খুবই অসুস্থ।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ