আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আগামীকাল সারা দেশে গণজমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার রাতে রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে তিনি এই কর্মসূচির ঘোষণা দেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “সারা দেশে যেসব স্থানে এর আগে গণজমায়েত হয়েছিল, সেসব স্থানেই আগামীকাল গণজমায়েত কর্মসূচি পালন করা হবে।”
তিনি আরও জানান, “আমাদের অবস্থান কর্মসূচি চলছে ২৫ ঘণ্টা ধরে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি আমরা অব্যাহত রেখেছি। আমরা জানি না এই কর্মসূচির শেষ কোথায়। যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমাদের কর্মসূচিও চলবে।”
এনসপি এরই মধ্যে তিন দফা দাবি পেশ করেছে বলে জানান হাসনাত। দাবিগুলো হলো
১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তা নিষিদ্ধ করা এবং এর অঙ্গ-সহযোগী সব সংগঠন নিষিদ্ধ করা।
২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলটির দলগত বিচারের ব্যবস্থা করা।
৩. ‘জুলাই ঘোষণাপত্র’ অবিলম্বে জারি করা।
আগামীকাল (১০ মে) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণজমায়েত অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। একই সময় সারা দেশের আন্দোলনকেন্দ্রিক ‘জুলাই পয়েন্টগুলোতেও’ গণজমায়েতের আয়োজন করা হবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, “এই লড়াই বাংলাদেশপন্থী বনাম ফ্যাসিবাদপন্থী শক্তির লড়াই।”