নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় বেসরকারি চ্যানেল এখন টেলিভিশনের চট্টগ্রাম প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক হোসাইন আহমেদ জিয়াদ এবং ক্যামেরাপার্সন মো. পারভেজ রহমান আহত হয়েছেন।
রবিবার (৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
রবিবার (৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
এখন টিভির চট্টগ্রাম ব্যুরো জিয়াদ ও পারভেজ পেশাগত কাজে তথ্য সংগ্রহে জঙ্গল সলিমপুর এলাকায় গেলে হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ক্যামেরা ও সরঞ্জামাদি ভাঙচুর করে।
এ ঘটনায় সাংবাদিক সমাজে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি শফিক আহমেদ সাজীব বলেন, ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে টিসিজেএ নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ও এখন টেলিভিশনের ভিডিও জার্নালিস্টস মো. পারভেজ রহমান এবং চট্টগ্রাম অফিস প্রধান হোসেন জিয়াদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এই হামলা ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি।’