spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে প্রাইভেটকার থামিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মুহাম্মদ আবদুল হাকিম (৫০) নামে এক বিএনপিকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, একদল মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত ওই ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি করেছে।

- Advertisement -

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি ভেষজ পণ্যের ব্যবসা করতেন বলে জানা গেছে। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদেরের অনুসারী হিসেবে তিনি পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল হাকিম বিকেলে ব্যক্তিগত গাড়িতে চড়ে নগরের দিকে যাচ্ছিলেন। সঙ্গে আরও একজন ছিলেন। গাড়িতে তিনি চালকের পাশের আসনেই বসা ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে, গাড়ির সামনের অংশ দিয়ে আবদুল হাকিমকে লক্ষ্য করে গুলি চালানো হয়, ফলে গাড়ির কাঁচ ফুটো হয়ে গিয়েছে।

জানা গেছে, আবদুল হাকিম ভেষজ পণ্যের ব্যবসার পাশাপাশি খামারি ছিলেন। গত এক বছর ধরে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসাও করছেন। বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও তার পদ-পদবি ছিলো না।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গুলি করেছে। নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। বর্তমানে লাশ মর্গে আছে ময়নাতদন্তের জন্য।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে রাউজানে টানা সহিংসতা চলছে। স্থানীয় সূত্রের দাবি, গত এক বছরে অন্তত ১৬টি হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে ১১টিই রাজনৈতিক কারণে। সবশেষ শিকার মোহাম্মদ আবদুল হাকিম ।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ