spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

spot_img

আফসানা মিমি  : কানে ইয়ার ফোন লাগিয়ে রেললাইনে হেঁটে যাওয়ার সময় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থী হলেন আমিনুল ইসলাম সিরাজ (২৫)। সে আন্তর্জাতিক ইসলামী বিশ্ব বিদ্যালয়ের ইংরেজী বিভাগের ২য় বর্ষের ছাত্র বলে জানা গেছে। গতকাল সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। এদিকে বিশ্ব বিদ্যালয় যোগাযোগ প্রশাসন কর্মকর্তা মোস্তাক আহম্মেদসহ সকল অধ্যাপক-অধ্যাপিকা ওই শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সিরাজের সহকর্মী ওই বিশ্ববিদ্যালয়ের একই বর্ষের ছাত্র তানভীর আলম বলেন, সিরাজ নানীর মৃত্যুর খবর পেয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে কানে ইয়ার ফোন লাগিয়ে রেললাইনে হেটে যাওয়ার সময় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। তিনি বলেন, সিরাজের বাড়ি খাগড়াছড়ি। তার বাপের নাম আবদুল গফুর ফারুক।
কুমিরা রেলওয়ে ষ্টেশন মাস্টার সাইফুদ্দিন বশর বলেন, কানে ইয়ার ফোন লাগানোর কারণে ওই শিক্ষার্থী ট্রেনের হর্ণ শুনতে না পেয়ে এ দূর্ঘটনায় পতিত হয়। ঘটনার পর পর জিআরপি পুলিশ লাশটি উদ্ধার করার কথা তিনি জানান।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ