spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে মাদ্রাসায় অভিযানে শিবির সন্দেহে ১৮জনকে আটকের পর মুক্ত

spot_img

তৌহিদুর রহমান  : চট্টগ্রাম মহানগরীতে জামাত শিবিরের ঘাঁটি বলে পরিচিত চন্দনপুরা দারুল উলুম মাদ্রাসায় জামায়াত-শিবিরের ‘গোপন বৈঠকের’ খবরে অভিযান চালিয়েছে পুলিশ। আভিযানে জামায়াত-শিবির সন্দেহে ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে রাতে আবার তাদের ছেড়ে দেয়া হয়। গত রোববার রাত ১১টার দিকে এ অভিযান শুরু হয় বলে জানান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন। তিনি বলেন, নাশকতার পরিকল্পনা করতে জামায়াত-শিবিরের গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। তবে জামায়াতের শীর্ষস্থানীয় কাউকে পাওয়া যায়নি। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।
চকবাজার থানা সূত্রে জানা যায়, রাত ১২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ১৮ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। তারা অধিকাংশ দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী। তাদের যাচাই-বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে আটক ১৮ জন সবাইকে রাত ১টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে। আটকদের মধ্যে শিবিরের কাউকে পাওয়া যায়নি বলে পুলিশ জানায়।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ