- Advertisement -
জাহাঙ্গীর আলম সেজান : চট্টগ্রাম মহানগরী থেকে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ও ল্যাপটপসহ নাসির উদ্দিন মাহমুদ (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে পু্লশি। গতকাল সোমবার গভীর রাতে রিয়াজউদ্দিন বাজার এলাকায় রিজুয়ান কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাসির উদ্দিনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আবদুর রউফ বলেন, নাসির উদ্দিনের কাছ থেকে ৪৪ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল, ২টি ল্যাপটপসহ বিভিন্ন চোরাই সামগ্রী উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নাসির উদ্দিন মাহমুদ সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া এলাকার আবু সাইদ চৌধুরীর ছেলে।