- Advertisement -
সিরাজুল আলম টিপু : চট্টগ্রাম মহানগরীতে বিদ্যুৎস্পৃষ্টে এক দোকানদারের মৃত্যু হয়েছে। তার নাম রাজিব দাশ (৩২)। গতকাল সোমবার বেলা ১টার দিকে চাঁন্দগাও থানার কামাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চমেক সূত্রে জানা গেছে, নিজ দোকানের ছাদে এলোমেলো থাকা টিন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজিব। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। রাজিব দাশ কামাল বাজার এলাকায় স্থানীয় অর্জুন দাশের ছেলে বলে জানা গেছে।