না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক সঞ্জয় মহাজন কল্লোল

 

- Advertisement -

মো.মুক্তার হোসেন বাবু : সবাইকে শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন দৈনিক পূর্বদেশ’র সিনিয়র সহ-সম্পাদক সঞ্জয় মহাজন কল্লোল (৪৩)। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাটহাজারী উপজেলার ধলইয়ের এনায়েতপুর গ্রামের শরদিন্ধু মহাজনের ছেলে সাংবাদিক সঞ্জয় মহাজন কল্লোল। মৃত্যুকালে তিনি মা (রাণী বালা দেবী), স্ত্রী (বিউটি নাথ), এক ছেলে (অভিজিৎ মহাজন), এক মেয়ে (অপর্ণা মহাজন তন্বি), বড় ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে শনিবার (২৮ জুলাই) রাত পৌনে ১২টার দিকে নগরের মোমিন রোডস্থ দৈনিক পূর্বদেশ কার্যালয় থেকে অফিস শেষে বাসায় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সঞ্জয় মহাজন কল্লোল এর আগে দৈনিক পূর্বকোণ, কালেরকণ্ঠ, সুপ্রভাত বাংলাদেশ পত্রিকায় কর্মরত। সর্বশেষ দৈনিক পূর্বদেশ পত্রিকায় সিনিয়র সহ-সম্পাদক হিসেবে যোগ দেন।
এদিকে, সঞ্জয় মহাজন কল্লোলের মৃত্যুতে সাংবাদিকদের শোকের ছায়া নেমে আসে। মৃত্যু খবর পেয়ে চমেক হাসপাতালে ভিড় করেন সাংবাদিকরা। পরে সাংবাদিক সঞ্জয় মহাজন কল্লোলের মরদেহ নগরের চট্টগ্রাম প্রেস ক্লাবে আনা হলে সেখানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেষ বিদায় জানান।
তাঁর আকস্মিক মৃত্যুতে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরোয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়েনের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম রিপোটার্স ফোরামের সভাপতি কাজী মনসুর,সাধারন সম্পাদক আলিউর রহমান, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা মনজুরুল আলম মঞ্জু ও সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমানসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ। বিবৃতিতে সাংবাদিক তাঁরবিদেহী আত্মার সৎগতি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সর্বশেষ