দুই শিক্ষার্থীর ঘাতক জাবালে নূর বাসের মালিক গ্রেপ্তার

 

- Advertisement -

রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর ঘাতক বাস জাবালে নূরের মালিক শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শাহাদাত হোসেনের গাড়ির নম্বর ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭।র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।গত রোববার রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়। নিহতরা শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।  নিহত দুই শিক্ষার্থী হচ্ছে, দিয়া আক্তার মিম ও আব্দুল করিম।প্রত্যক্ষদর্শীরা জানান, জাবালে নূর পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তারা ঘটনাস্থলে মারা যান। এ সময় প্রতিষ্ঠানের আরও আট থেকে ১০ জন শিক্ষার্থী আহত হয়।পরে রোববার রাতেই দিয়াখানম মিমের বাবা জাহাঙ্গীর আলম ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন।এদিকে ঘাতক জাবালে নূর বাসের চালক মাসুম বিল্লাহকে আজ বুধবার সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সর্বশেষ