- Advertisement -
নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে বিপাকে পড়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গোপিনাথ দাস।বুধবার দুপুরের দিকে চাষাড়া রাইফেল ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার দুপুরের দিকে চাষাড়া রাইফেল ক্লাবের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের গালাগাল শুরু করেন গোপিনাথ দাস। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলেও সম্বোধন করেন। এতে আন্দোলনরতরা এর তীব্র প্রতিবাদ জানালে তিনি আরও গালাগাল করতে থাকেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।এ সময় তাকে শিক্ষার্থীরা ক্ষমা চাওয়ার আহ্বান জানায়। কিন্তু তিনি এতে আরও উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের মারধরের হুমকি দেন। পরে পরিস্থিতি আরও খারাপ হলে তিনি ক্ষমা চেয়ে স্থান ত্যাগ করেন।