spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে আটক চারজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা

spot_img

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ কর্মসূচি থেকে আটক নয়জনের মধ্যে চারজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার কোতোয়ালী থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।

আসামিরা হলেন- ছাত্র ফেডারেশন চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সম্পাদক মারুফ হোসেন, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক আজিউর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমদাদুল হক আশিক ও মেট্রোপলিটন সায়েন্স কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল্লাহ আল শাহেদ।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে নয়জনকে পুলিশ আটক করেছিল। তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ফেসবুকে ইভেন্ট খুলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে।

তিনি বলেন, ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার করে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ করার অভিযোগে তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা দায়ের হয়েছে। এছাড়া সোমবার গ্রেফতার অপর পাঁচজনের বিরুদ্ধে মহানগর পুলিশ আইনে মামলা হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ