spot_imgspot_img
spot_imgspot_img

জামায়াত নেতা শাহজাহান চৌধুরী দুইদিনের রিমান্ডে

spot_img

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তার সঙ্গে রয়েছেন অপর নেতা আবু তাহের ভুঁইয়াও। একই সঙ্গে বাকি ৬ জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ।
তিনি জানান, শাহজাহান চৌধুরী ও আবু তাহের ভুঁইয়াকে দুইদিন করে রিমান্ড এবং বাকি ছয়জনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। উল্লেখ্য, গত শুক্রবার চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ওয়ারলেস কলোনি মুরগির ফার্ম এলাকায় সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাহফুজুল আলমের বাসা থেকে জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ আটজনকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশের উত্তর ও বন্দর জোন।
এ সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপন বৈঠক থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে খুলশী থানায় মামলা করেন নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. রেজাউল করিম চৌধুরী।
মামলার আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী (৬৪), মো. আবু তাহের ভুঁইয়া (৬৯), মঞ্জুর আলম (৩৩), মো. মাহাবুব আলম প্রকাশ মিঠু (৩২), মিনহাজুল আরেফিন আফতাহী (২৪), মো. আবুল বাশার (২৬), এইচ এম সাইফুদ্দিন (৩৬) ও মো. রাসেল (১৯)।

নগর গোয়েন্দা পুলিশ জানায়, তারা চলমান ছাত্র আন্দোলনকে নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ