- Advertisement -
মর্মান্তিক দুর্ঘটনায় দুই পা হারালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটে চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশনে। আজ বুধবার সকাল ৮.৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে তার দুই পা। সমাজবিজ্ঞান বিভাগের ১২-১৩ সেশনের শিক্ষার্থী রবিউল আলম (২০) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার হাঁটুর নিচ থেকে কাটা গেছে দুই পা। একই ঘটনায় মারুফা আক্তার (১৮) নামে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের আরও এক শিক্ষার্থী আহত হন।
বটতলী থেকে ছেড়ে আসা সকাল ৮.৩০ মিনিটের দিকে ট্রেনটি ষোলশহর স্টেশনে প্রবেশের সময় প্লাটফর্মে হেডফোন কানে দাঁড়িয়ে ছিলেন রবিউল আলম।
হেডফোনের কারণে ট্রেনের হুইসেল শুনতে পাননি তিনি। তথ্যটি জানান, ষোলশহর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. সাহাবউদ্দিন।