spot_imgspot_img
spot_imgspot_img

খালেদা জিয়ার ৩ মামলায় জামিন না পেলে মুক্তি মিলছে না

spot_img

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছয় মাস পার করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার বিরুদ্ধে থাকা ৩৬টি মামলার মধ্যে তিনটির জামিন এখনো বাকি রয়েছে। আগামী জাতীয় নির্বাচনের আগে তার জামিন না পাওয়ার আশঙ্কার কথাও বলছেন নেতাকর্মীরা। গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে পাঠায় আদালত। তার পর থেকে তিনি সেখানেই আছেন। খবর: আমাদের সময়

কিছুদিন পর ঈদুল আজহা। এর মধ্যে বাকি মামলায় জামিন না পেলে কারাগারে ঈদ করতে হবে তাকে। রোজার ঈদও কেটেছে কারাগারে। দলের নেতারা জানিয়েছেন, ঈদের আগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কয়েকটি কর্মসূচি দেওয়ার চিন্তা করা হচ্ছে। তবে ঈদের পর কঠোর কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনাও আছে দলটির। খালেদা জিয়া অসুস্থ হওয়ায় গত ৭ এপ্রিল চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। বিএনপি তাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়েছে। ৭৩ বছর বয়সী খালেদা জিয়ার হৃদযন্ত্র, চোখ ও হাঁটুর সমস্যা রয়েছে।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী নির্বাচন একতরফা করতে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার মামলায় তার নেত্রীকে সাজা দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ হলেও তার চিকিৎসা দেওয়া হচ্ছে না।

খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ৩৬টি মামলার মধ্যে ৩৩টিতে জামিনে আছেন বিএনপি চেয়ারপারসন। তবে কুমিল্লা, নড়াইল ও ঢাকার তিনটি মামলার জামিন বাকি আছে।

বর্তমানে খালেদা জিয়া কারাগারে ইবাদত-বন্দেগি ও বই পড়ে দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ