তৌহিদুর রহমান : এম. এ. লতিফ এমপি’র উদ্যোগে চট্টগ্রাম-১১ আসনের আওতাধীন হিন্দু ও বৌদ্ধধর্মাবলম্বীদের উপাসনালয়ের পুরোহিতদের গতকাল সোমবার সকাল ১০ টায় আগ্রাবাদস্থ চেম্বার মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিন হন। সভায় এম. এ. লতিফ এমপি’র সভাপতিত্বে চট্টগ্রাম-১১ আসনের হিন্দু ও বৌদ্ধদের উপাসনালয়ের পুরোহিত-ভান্তের পেশাদারিত্বের সুযোগ-সুবিধা ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। এমপিকে প্রধান উপদেষ্টা করে ‘পুরোহিত-ভান্তে কল্যাণ পরিষদ’-এর ৬ সদস্যবিশিষ্ট অস্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন-সিইপিজেড শ্রী শ্রী কৃষ্ণ মন্দির’র পন্ডিত শ্রী বিপ্লব পারিয়াল, শ্রী শ্রী ভৈবব মন্দির’র পন্ডিত শ্রী সমীর চক্রবর্তী, শ্রী শ্রী শ্বসান’র পুরোহিত শংকর চক্রবর্তী, ইপিজেড সার্বজনীন ভৌদ্ধবিহার’র জনরত্ন সুমন আচার্য, দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গামন্দির’র পরিমল কান্তি চৌধুরী ও স্বারদেবী কালী মন্দির’র তপন চক্রবর্তী।
মতবিনিময়কালে এম. এ. লতিফ এমপি তাদের পেশাদারিত্বে আর্থিক স্বচ্ছলতা ও সার্বিক সহযোগিতার জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব করেন। সভায় উপস্থিত পুরোহিত-ভান্তে কল্যাণ পরিষদ সংগঠনটি সর্বসম্মতিভাবে গৃহীত হয়। তিনি পুরোহিত সমাজের স্বার্থ রক্ষায় এ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি পুরোহিতদের কল্যাণার্থে সহযোগিতার প্রদানেরও আশ্বাস প্রদান করেন। এম. এ. লতিফ এমপি পুরোহিত-ভান্তের ধর্মীয় মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পুরোহিত-ভান্তেদের দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের এবং ৭১ এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করা হয়। পুরোহিত-ভান্তেগণ মাননীয় সংসদ সদস্য কর্তৃক তাদের কল্যাণে গৃহীত এ ধরণের মহতী উদ্যোগের জন্য এমপি মহোদয়কে ধন্যবাদ জানান। বক্তারা ঐক্যবদ্ধ হয়ে সংকীর্ণতা পরিহার করে জনকল্যাণমূলক কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় চট্টগ্রাম-১১ আসনের হিন্দু ও বৌদ্ধধর্মাবলম্বীদের উপাসনালয়ের পুরোহিত ও ভান্তেগণ উপস্থিত ছিলেন।