spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে পালিত হলো আন্তর্জাতিক যুব দিবস

spot_img

সিরাজুল আলম টিপু : পিএসটিসির সংযোগ, হ্যালো আই এ্যাম এবং ইউবিআর প্রকল্পের যৌথ উদ্যোগে সংযোগ প্রকল্পের জেলা সমন্বয়কারী সুমিত্রা তঞ্চঙ্গ্যাঁর সভাপতিত্বে পালিত হলো আন্তর্জাতিক যুবদিবস। এ উপলক্ষে ‘‘তরুণ-তরুণীদের জন্য নিরাপদ স্থান’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল সোমবার সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত¡রে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আন্তর্জাতিক যুবদিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রা উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।
উদ্ধোধন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউবি আর ইয়ুথ ফোরামের সভাপতি উম্মে হাবিবা জেরিন।
সংযোগ প্রকল্পের পিয়ার এডুকেটর এবং ইউবিআর ইয়ুুথ ফোরামের প্রকল্পের প্রাক্তন সেক্রেটারি ইকবাল হোসেনের সঞ্চালনায় এ আয়োজনের সংহতি জানিয়ে বক্তব্য রাখেন-পিএসটিসি (সংযোগ) প্রকল্পের জেলা সমন্বয়কারী সুমিত্রা তঞ্চঙ্গ্যাঁ এবং হ্যালো আই এ্যাম প্রকল্পে প্রজেক্ট এসোসিয়েট মো: আকবর হোসেন।
প্রধান অতিথি বলেন, যৌবনে যুবকরা ভালো ও তাড়াতাড়ি আবার বিপথে যেতে পারে। কিন্তু যুবদের সচেতন হতে হবে। বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে অনেক দূর এগিয়ে গিয়েছে কিন্তু স্বভাব এখনও ঠিক হয় নাই।আমাদের সময় বাংলাদেশ অনেক পিছিয়ে ছিলো। এখন যুবদের সুযোগ সুবিধা যেমন আছে তেমনি অনেক চ্যালেঞ্জও রয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ