চট্টগ্রামে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত ২ নারীসহ গ্রেপ্তার ১৫

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার লয়েল রোডস্থ দরবার আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ২ নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।


নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার অলক বিশ্বাস রাইজিংবিডিকে জানান, আবাসিক হোটেলে পতিতাবৃত্তি, নারী পাচারসহ নানা অসামাজিক কার্যকলাপ পরিচালনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারী পাচারকারী, পতিতাবৃত্তিসহ নানা অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো মোঃ আলম (৩৩), আলমগীর হোসেন (৩৫), মোঃ লিটন মিয়া, মোঃ বেলাল (২৫), বিপু দাশ (৩০), লিটন মিয়া (৩২), মোঃ কালাম (২৪), মোছাম্মৎ রাশি (৩০) ফারজানা আক্তার (২০), মোঃ ছৈয়দ রাসেল মিয়া (২৭), আনোয়ার হোসেন (৩৫), মাহবুল আলম (২২), মোঃ রাশেদুল ইসলাম (২৭), আব্দুল মান্নান (২২), মোঃ আজাদ হোসেন (৪৫), মোঃ হাশেম (১৮), মাসুদ রানা (৩০)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ