খুলনায় মেঘনা তেল ডিপোতে অগ্নিকান্ডে নিহত ২

 

- Advertisement -

খুলনার খালিশপুরে মেঘনা পেট্রোলিয়ামের তেল ডিপোতে আগুন লেগে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো পাঁচজন।
আজ সোমবার বেলা ১১টার দিকে খালিশপুরের উত্তর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বেলা ১১টার দিকে তেলের ডিপোতে আগুন লাগে। অগ্নিকান্ডের কারণ এখনো জানা যায়নি। আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের ঘটনায় দুজন নিহত হয়েছেন। দগ্ধ নয়জনকে খুলনা মেডিকেল করেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

সর্বশেষ