spot_imgspot_img
spot_imgspot_img

বগুড়ায় বাসার ভেতর মা-মেয়েকে কুপিয়ে হত্যা

spot_img

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় নিজ বাড়িতে মা-মেয়ে খুন হয়েছেন। শহরের বড়গোলা টিনপট্টি এলাকায় সোমবার রাতে গলা কেটে তাদের হত্যা করা হয়। হত্যাকারীদের পরিচয় জানা যায়নি।
বগুড়া শহরের বড়গোলা টিনপট্টি এলাকার বাসায় রুবাইয়া (২৮) ও তার মেয়ে সুমাইয়াকে হত্যা করা হয়। রুবাইয়া সৌদি আবর প্রবসী ইউসুফ আলীর স্ত্রী।

বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামন বলেন, মঙ্গলবার সকালে ঘরের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে পাশের বাড়ির লোকজন থানায় খবর দেয়।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

“গত রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে।”

তবে এ ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ বা নিহতদের স্বজনরা।

রুবাইয়ার বাবা আব্দুল হামিদ বলেন, তার মেয়ে আর নাতনি ছাড়া আর কেউ ওই বাসায় ছিল না। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তারা বুঝতে পারছেন না।


spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ