- Advertisement -
১লা সেপ্টেম্বর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। দুপুরে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল সমাবেশের অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে যায়। প্রতিনিধি দলে শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ছিলেন। সেখান থেকে ফিরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অনুমতির পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।