আফসানা মিমি : চট্টগ্রাম বন্দরে কাগজ আমদানির বদলে চীন থেকে বালু-মাটি আনা হয়েছে। ২০ ফুট কন্টেইনারে ১৯ হাজার ৬৫৬ কেজি ‘ডাবল এ ফোর’ কাগজের বদলে ঢাকার বনানীর প্রগ্রেস ইমপেক্স লিমিটেড নামের আমদানিকারকের নামে চালানটি বন্দরে আসে। গতকাল শনিবার বেলা সোয়া একটায় বন্দরের নিউমুরিং কন্টেইনার (এনসিটি) টার্মিনালে কন্টেইনারটি খুলে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের ৯৩৬ শেখ মুজিব রোডের সাজ ট্রেড ইন্টারন্যাশনাল। এ ঘটনায় বিদেশে অর্থ পাচারের সন্দেহ করছেন কাস্টম কর্মকর্তারা।
চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার দায়িত্বে থাকা উপ কমিশনার মো. নূর উদ্দিন মিলন বলেন, ঘোষণা ছিল কাগজের। এসেছে বালু-মাটি। এসব বালু-মাটির নমুনা পরীক্ষা করা হবে। এরপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, চীনের তিয়েনজিংগ্যাং বন্দর থেকে ‘হ্যাপি বী’ জাহাজে ২৬ আগস্ট কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে আসে। চালানটির শুল্কায়ন ভ্যালু ছিল ১২ লাখ রসধমব ৯৩ হাজার ৪১০ টাকা। এর ভিত্তিতে শুল্ক বাবদ ৭ লাখ ৮৮ হাজার ৩৭২ টাকা পরিশোধ করা হয় কাস্টম হাউসের অনুকূলে বলে জানা গেছে।