- Advertisement -
বন্দরের সরঞ্জাম কেনার টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা সন্দীপন চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্দীপন চৌধুরীর বিরুদ্ধে বন্দরের সরঞ্জাম ক্রয়ের টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি সুস্পষ্ট অভিযোগ ছিল। ওই অভিযোগের ভিত্তিতে আজ দুপুর ১টার দিকে আমরা তাকে গ্রেফতার করেছি। তাকে আদালতে পাঠানো হয়েছে।