- Advertisement -
পর্যটনখ্যাত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১.৩০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডে তিনটি হোটেল পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া হোটেলগুলো হলো, কাচালং গেস্ট হাউস, সাজেক বিলাস ও গর্বা আবাসিক হোটেল।
সাজেক থানার উপ-পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান, সাজেক বিলাসের মালিক জ্ঞান জ্যোতি চাকমা এবং গর্বা গেস্ট হাউসের মালিক মো.নজরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, কাচালং গেস্ট হাউসের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এসময় পাশের দু’টি আবাসিক হোটেলেও আগুন ছড়িয়ে পরে। প্রায় দেড় ঘণ্টার আগুনে তিনটি হোটেল পুড়ে গেছে। আগুনে ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা হবে বলে জানা গেছে। রবিবার ভোরে খাগড়াছড়ির দিঘীনালা ফায়ার সার্ভিস সেখানে পৌছানোর আগেই আবাসিক হোটেলগুলো পুড়ে যায়।