খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট কিছুক্ষণের মধ্যেই কারাগারে যাচ্ছে

ডেস্ক রিপোর্ট: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের রিপোর্ট কিছুক্ষণের মধ্যেই কারাগারে পৌঁছে যাবে। গতকাল খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন মেডিকেল বোর্ডের প্রধান ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আবদুল জলিল চৌধুরী আজ রোববার শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন এর কাছে জমা দিয়েছেন।
ডা. মো. আবদুল জলিল জানান, হাসপাতাল পরিচালকের কাছে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে কারাগারে পৌঁছে যাবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, তার শরীরের জয়েন্টে জয়েন্টে সমস্যা দেখা দিয়েছে। হাত-পা কাঁপে। তাকে কারাগারে রেখে চিকিৎসা দেয়া সম্ভব না। হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা দিতে হবে।

- Advertisement -

এদিকে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পেয়েছি। কিছুক্ষণের মধ্যেই কারাগারে পৌঁছে দিব। মানব জমিন

সর্বশেষ