spot_imgspot_img
spot_imgspot_img

‘বিএনপির বিষয়গুলো আমলে নেবে জাতিসংঘ’মির্জা ফখরুল

spot_img

জাতিসংঘ বিএনপি উত্থাপিত বিষয়গুলো দেখবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘে আলোচনার বিষয়ে গণমাধ্যমকে এক প্রকার এড়িয়ে যান তিনি।

- Advertisement -

 

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি জাতিসংঘে বিএনপি মহাসচিবের সফর নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কথা জানান মির্জা ফখরুল।

জাতিসংঘে কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা হয়েছে। কি হয়েছে; আর কোনো কথা বলতে চাই না। জাতিসংঘে আলোচনা হয়েছে, এতটুকু আগেও জানালাম।

জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণেই তিনি ওই সফরে যান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা আমাদের বিষয়গুলো তাদের জানিয়েছি। তারা বিষয়গুলো দেখবেন। জাতিসংঘ তাদের সদস্য দেশের সরকার ও বিরোধী দলের বিষয়গুলো উত্থাপন করতে পারে। যা তাদের চার্টারে উল্লেখ আছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল আলোচনার বিষয়ে কোনো কথা বলেননি।

সন্ধ্যা সাতটার কিছু পর দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে বেরিয়ে আসেন নেতারা। তবে প্রত্যেকেই গণমাধ্যমকে এড়িয়ে যান। স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এই প্রতিবেদককে বলেন, আলোচনা সবই হয়েছে। তবে তা এখন বলার মতো না। এ সময় ভাইস চেয়ারম্যান রুহুল আমিন চৌধুরী বলেন, আমি আলোচনায় ছিলাম না, এ বিষয়ে কিছু জানি না।

বৈঠকে স্থায়ী কমিটির প্রায় সদস্যরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ