‘কোর্টে গিয়ে জানতে পারি, আমি মামলার আসামি’

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার। বয়স ৬০ এর কাছাকাছি। বিএনপির ক্ষমতায় থাকাকালীন ২ দফায় ১১ বছর পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বয়স্ক এই লোকটি জানতেন না তার বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর আব্দুস সাত্তার আদালতে গিয়ে জানতে পারেন, ভোর সাড়ে ৪টার পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগে নগরীর খুলশী থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।

এ ব্যাপারে আব্দুস সাত্তার বলেন, ‘আমার মতো ৬০ বছরের একজন বয়স্ক মানুষ ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে উঠে কীভাবে পুলিশের ওপর ককটেল হামলা করবে, এটা কি বিশ্বাসযোগ্য ? যদি বলত-আমি ককটেল হামলার নির্দেশ দিয়েছি সেটাও তো বিশ্বাসযোগ্য হত কারও কারও কাছে। আমি বাসায় ঘুমিয়েছি। সকালে উঠে কোর্টে গিয়ে জানতে পারি, আমি মামলার আসামি।’

চট্টগ্রাম মহানগর বিএনপির অভিযোগ, গত এক সপ্তাহে নগরীর ৭ থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এই ধরনের অন্তত সাতটি মামলা হয়েছে। এসব মামলাকে ‘গায়েবি মামলা’ বলছে বিএনপি। এসব মামলায় শ’খানেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি বিএনপির।

এমন অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে রাজি নন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো.মাহবুবর রহমান। তিনি বলেন, ‘চট্টগ্রামে গায়েবি মামলা বলে কিছু নেই। সুনির্দিষ্ট ঘটনায় মামলা হচ্ছে।’ যেসব থানায় মামলা হয়েছে সেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও এ সব মামলার বিষয়ে কিছু বলতে নারাজ। সারাবাংলা

সর্বশেষ