ডেস্ক রিপোর্ট: তিন দিনের সফরে রংপুর গেছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।বৃহস্পতিবার সকাল পৌনে দশটায় ইউএসবাংলা এয়ার লাইন্সের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশ্যে রাজধানী ছাড়েন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
২২ সেপ্টেম্বর ২০১৮ বেলা ১১টায় ইউএসবাংলা এয়ার লাইন্সের একটি বিমানে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান সৈয়দপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে সৈয়দপুর ছেড়ে আসবেন। ঐদিন দুপুর ১টায় ঢাকার বারিধারাস্থ প্রেসিডেন্ট পার্কে হুসেইন মুহম্মদ এরশাদের উপস্থিত থাকার কথা রয়েছে। সফরকালে তিনি ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার সাবেক রাষ্ট্রপতির সফর সঙ্গী হিসেবে সাথে রয়েছেন। সকালে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি এবং প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় আজ সকালে সাবেক রাষ্ট্রপতিকে বিমান বন্দরে বিদায় জানান।