জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশ শুরু

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত নাগরিক সমাবেশ শুরু হয়েছে। রাজধানীর মহানগর নাট্যমঞ্চের অডিটোরিয়ামে বিকাল তিনটার পর সমাবেশ শুরু হয়। গণফোরাম সভাপতি ও ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেনের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সূচনা বক্তব্যে তিনি বলেন, দেশে এখন মানুষের ভোটাধিকার নেই। মানুষের ভোট ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য দিয়ে জাতীয় ঐক্যের ডাক দেয়া হয়েছে।
সমাবেশে বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতারা অংশ নিচ্ছেন। এছাড়া জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাসহ ২০ দলের শরিক অন্যন্য দলের নেতারা মঞ্চে রয়েছেন। তিনটার পর সমাবেশ শুরু হলেও দুপুরের পর থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।

সর্বশেষ