- Advertisement -
দলের চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গতকাল কারাগারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার আত্মীয়স্বজনেরা দেখা করেছেন। বেগম খালেদা জিয়া এখনো গুরুতর অসুস্থ। তার হাত, পা এর ব্যথা আরো তীব্র হয়েছে। কিন্তু শারীরিক অসুস্থতাকে আরো অবনতির দিকে ঠেলে দিতেই দেশনেত্রীকে ইচ্ছাকৃতভাবে চিকিৎসা দেয়া হচ্ছে না। অসুস্থতা লাঘবের জন্য বেগম জিয়ার আস্থার হাসপাতাল ও চিকিৎসকদেরকে উপেক্ষা করা হচ্ছে।
আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব বলেন। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা মো: তাইফুল ইসলাম টিপু, মো: মুনির হোসেন ও অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।