spot_imgspot_img
spot_imgspot_img

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা রায়ের তারিখ ধার্যের আবেদন দুদক আইনজীবীর, আদেশ রোববার

spot_img

ডেস্ক রিপোর্ট: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায়ের তারিখ ধার্যের আবেদন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল। আদালত আবেদনটি গ্রহণ করে এর ওপর রোববার (৩০শে সেপ্টেম্বর) আদেশ দেয়া হবে বলে জানান। এই মামলার বিচারকাজ পরিচালনার জন্য নাজিমউদ্দিন রোডের পত্যিাক্ত কারাগারে স্থাপিত বিশেষ আদালতে আজ এ লিখিত আকারে এ আবেদন করেন দুদকের আইনজীবী। আবেদনে তিনি উল্লেখ করেন, এই মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামি ও তাঁদের আইনজীবীরা মামলার কার্যক্রমকে বিঘ্নিত ও বাধাগ্রস্ত করছেন। আদালতকে অসহযোগীতা করে যুক্তিতর্কের শুনানি করছেন না তাঁরা। তাই ন্যায় বিচারের স্বার্থে রায়ের তারিখ ধার্যের আবেদন জানান তিনি। আদালত এক আদেশে এই মামলায় খালেদা জিয়ার জামিন বর্ধিতকরনের আদেশ দেন। এছাড়া আদালতের প্রতি অনাস্থা জানিয়ে মামলার দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান যে আবেদন করেছিলেন এর ওপর রোববার আদেশ দেয়া হবে বলে আইনজীবীদের জানান আদালত।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আজ যুক্তিতর্কের শুনানির দিন ধার্য ছিল। আদালতের কার্যক্রমের শুরুতে আইনজীবী সানাউল্লাহ মিয়া খালেদা জিয়ার জামিন বৃদ্ধি ও যুক্তিতর্ক শুনানির মুলতবির আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী আসামিদের জামিন বৃদ্ধি ও শুনানি মুলতবির আবেদনে আপত্তি জানিয়ে রায়ের তারিখ ধার্যের আবেদন করেন। এ ছাড়া আসামি মনিরুল ইসলামের আইনজীবী মো. আখতারুজ্জামান জামিন বাড়ানোর আবেদন করেন। মানবজমিন

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ