ঐক্য চাইলে বিএনপিকে ‘জামায়াত’ ছাড়তে হবে, শর্ত বিকল্প ধারার

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বাধীনতাবিরোধী দল বা ব্যক্তির সঙ্গে কোনো ঐক্য হতে পারে না জানিয়ে বিকল্প ধারা বাংলাদেশ বলছে স্বাধীনতাবিরোধী কোনও দলকে বা ব্যক্তিকে শরিক রাখলে বিএনপিকে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত করা যাবে না। স্বাধীনতাবিরোধী দল বা ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা না দেওয়া পর্যন্ত বিএনপি জাতীয় ঐক্য প্রক্রিয়ার মঞ্চে স্থান পেতে পারে না।

মঙ্গলবার রাতে রাজধানীর বারিধারায় বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদোজ্জা চৌধুরীর বাসায় বিএনপি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের বৈঠক শেষে এ কথা জানান বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী। ওই বৈঠকে এই মর্মে বিকল্প ধারার একটি প্রস্তাব তুলে দেওয়া হবে জাতীয় ঐক্যের নেতাদের হাতে।

বিকল্প ধারার একটি যৌথসভায় এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে জানিয়ে মাহী বি চৌধুরী বলেন, ‘বিকল্প ধারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে জাতীয় ঐক্য চায়। কিন্তু স্বাধীনতাবিরোধী কোনও দলকে চায় না বিকল্প ধারা।

স্বাধীনতাবিরোধী দল বা ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা না দেওয়া পর্যন্ত বিএনপি জাতীয় ঐক্য প্রক্রিয়ার মঞ্চে স্থান পেতে পারে না।

ধারা কোনও প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় ঐক্য করতে চায়, এর একটি প্রস্তাব দলের নেতারা তৈরি করেছেন। সেটি তুলে দেওয়া হবে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের হাতে।

দলটির প্রস্তাবে আরও রয়েছে, জাতীয় সংসদে কোনও একটি দলের একক সংখ্যাগরিষ্ঠতা দেশের জন্য মঙ্গল বয়ে আনে না। সংসদে, মন্ত্রিসভায় এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ভারসাম্যের রাজনীতির ভিত্তিতেই জাতীয় ঐক্য হতে হবে। এই দাবিকে যারা অগ্রাহ্য করবে তাদের ঐক্য প্রক্রিয়ায় নেওয়া যাবে না।

বৈঠকের পর বি চৌধুরীর বাসার নিচে সংবাদ সম্মেলনে মাহি বলেন, আমাদের প্রস্তাবগুলো আজকের বৈঠকে তোলা হয়েছে। যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।

সর্বশেষ