আওয়ামী লীগে অসুস্থ এমপি নিয়ে চিন্তিত হাইকমান্ড !

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের একডজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। অনেকে চলার শক্তি হারিয়ে ফেলেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের নির্বাচনী এলাকায় বিকল্প প্রার্থীর সন্ধান করছে দলের হাইকমান্ড।

সাম্প্রতিক সময়ে অসুস্থ হয়ে পড়া জনপ্রশাসন মন্ত্রী ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম সংসদ থেকে ৯০ দিনের ছুটি নিয়েছেন। তাঁর নির্বাচনী এলাকায় বিকল্প প্রার্থীর চিন্তাভাবনা করা হচ্ছে। ইতিমধ্যে দু’একজন দলীয় মনোনয়নের জন্য উঠেপড়ে লেগেছেন।

অতি সাম্প্রতিককালে সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়েছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফজলুল হক চান। তিনি চলাফেরার শক্তি হারিয়ে ফেলেছেন। সর্বশেষ অধিবেশনে তিনি একদিনের জন্যও উপস্থিত হতে পারেননি। তার এই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওই আসনে বিকল্প প্রার্থীর সন্ধান চলছে। ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈমসহ বেশ কয়েকজন মনোনয়ন চাচ্ছেন।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট রহমত আলী দীর্ঘদিন ধরেই অসুস্থ। কারো সাহায্য ছাড়া তিনি চলাফেরা করতে পারেন না। তার নির্বাচনী এলাকার তার ছেলে দুর্জয়সহ বেশ কয়েকজন দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই অবস্থা সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীরও। তার আসনে তার ছেলে ছাড়াও সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল দলীয় মনোনয়ন চাচ্ছেন।

নরসিংদী-৫ এর সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু দীর্ঘদিন ধরে অসুস্থ। তার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রিয়াজুল কবীর কাওসারকে দলীয় মনোনয়ন দেয়ার সম্ভাবনা রয়েছে। অসুস্থ রয়েছেন সাবেক ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলী। তাঁর নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমকে মনোনয়ন দেয়া হতে পারে।

দীর্ঘদিন ধরেই অসুস্থ পাট ও বস্ত্র মন্ত্রী নওগা-৪ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক। তার আসনে দলীয় মনোনয়ন চাইছেন ব্রাহানী সুলতান গামা ও ডা. আব্দুর রহমান। ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলামও দীর্ঘদিন ধরে অসুস্থ। চলাফেরায় সমস্যা হলেও নির্বাচনী এলাকায় তিনি বেশ জনপ্রিয়। তার ছেলে মাজহারুল ইসলাম দলীয় মনোনয়নের চেষ্টা চালাচ্ছেন। গণসংযোগ চালাচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী।

এছাড়াও আরো কয়েকজন সংসদ সদস্য অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ করছেন। তাদের অনেকেরই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার মতো শারীরিক অবস্থা নেই। ইতিমধ্যে অসুস্থ হয়ে চলতি দশম জাতীয় সংসদের ১৪জনসহ মোট ১৫ জন সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন। দলের হাই কমান্ড এসব আসনে বিকল্প প্রার্থীর বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন। এসব আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ