- Advertisement -
ডেস্ক রিপোর্ট: জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন। বুধবার (২৬ এপ্রিল) দিনগত রাত ২টায় থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। থাইল্যান্ড যাত্রায় পথে তার স্ত্রী হামিদা হোসেনও রয়েছেন।
ড. কামাল হোসেনের ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ড. কামাল হোসেন হাঁটুর চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন। সেখানে চিকিৎসা শেষে আগামী ৬/৭ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।