চট্টগ্রাম বিমান অফিস অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা

মো.মুক্তার হোসেন বাবু : চট্টগ্রাম-জেদ্দা-চট্টগ্রাম সরাসরি বিমান ভাড়া নির্ধারণে বৈষম্যের প্রতিবাদে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ গতকাল রোববার বিকাল ৪-টায় নগরীর চট্টশ্বরী রোডস্থ আটাব কার্যালয়ে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আটাব চট্টগ্রাম জোনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবু জাফর। তিনি বলেন, প্রতি বছর চট্টগ্রাম থেকে প্রায় অর্ধলক্ষ ওমরা হজ্বযাত্রী ওমরা হজ্ব পালন করে থাকেন । তার এক তৃতীয়াংশ ওমরা হজ্বযাত্রী বিমান বাংলাদেশ এয়ার লাইন্স পরিবহন করে থাকেন । এই সুবাদে অধিক মুনাফার আশায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্স ওমরা হজ্বযাত্রী পরিবহনে চট্টগ্রাম-জেদ্দা-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট , ঢাকা-জেদ্দা-ঢাকা নির্ধারিত ফ্লাইট ভাড়ার চেয়ে চট্টগ্রাম – জেদ্দা – চট্টগ্রাম সরাসরি ফ্লাইটে ইকোনমি ক্লাসে ১০০ ডলার এবং বিজনেস ক্লাসে ১৩০ ডলার অতিরিক্ত বৃদ্ধি করে অর্থাৎ ঢাকা-জেদ্দা—ঢাকা ইকোনমি ক্লাসে ভাড়া ৫৫০ (পাঁচশত পঞ্চাশ ) ডলার, বিজনেস ক্লাসে ৮৫০ ( আটশত পঞ্চাশ ) ডলার এবং চট্টগ্রাম-জেদ্দা-চট্টগ্রাম ইকোনমি ক্লাসে ৬৫০ ( ছয় শত পঞ্চাশ ) ডলার বিজনেস ক্লাসে ৯৮০ (নয়শত আশি) ডলার ওমরা ভাড়া নির্ধারণ করে ঢাকার সাথে চট্টগ্রামের চরম বৈষম্যের পরিচয় দিয়েছে । আমরা আটাব চট্টগ্রাম জোন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচিছ । অত্যšত দুঃখজনক হলেও সত্য যে , চট্টগ্রাম থেকে জেদ্দা সরাসরি সপ্তাহে তিনটি ফ্লাইট রয়েছে । এই ফ্লাইট গুলি ঢাকা হতে চট্টগ্রাম হয়ে সরাসরি জেদ্দা যায় আর একই ফ্লাইটে ঢাকা থেকে যে যাত্রী ্ উঠবেন, তিনি আদায় করবেন ইকোনমি ক্লাসে ৫৫০ ডলার , বিজনেস ক্লাসে ৮৫০ ডলার। আর চট্টগ্রাম থেকে একই ফ্লাইটে উঠার অপরাধে আমাকে আমার যাত্রীদের জন্য ভাড়া পরিশোধ করতে হবে ইকোনমি ফ্লাইটে ৬৫০ ডলার ও বিজনেস ক্লাসে ৯৮০ ডলার অর্থাৎ ইকোনমিতে ১০০ ডলার বেশী আর বিজনেস ক্লাসে ১৩০ ডলার বেশী পরিশোধ করতে হবে যা অত্যšত দুঃখজনক ও অগ্রহণযোগ্য । তাই আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে অনতি বিলম্বে ঢাকার সাথে সরাসরি ফ্লাইটে চট্টগ্রামের ওমরা ফেয়ার সমহারে নির্ধারণ করে ইকোনমি ৫৫০ ডলার ও বিজনেস ক্লাসে ৮৫০ ডলার নির্ধারণ করার জোর দাবী জানাচ্ছি এবং চট্গ্রাম সরাসরি ফ্লাইটে সম্পূর্ণ চট্টগ্রামের হজ্ব যাত্রী পরিবহনের জন্যও জোর দাবী জানাচিছ ।
আটাব চট্টগ্রাম জোনের সচিব আলহাজ্ব এইচ,এম মুিজবুল হক শুক্কুরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাব চট্টগ্রাম জোনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম¥দ শাহ্ আলম ,আটাবের ইভিপি আলহাজ্ব এমদাদ উল্লাহ, হাব চট্টগ্রাম জোনের সচিব আলহাজ্ব মাহমুদুল হক পিয়ার ু ,আটাবের সাবেক চেয়ারম্যান যথাক্রমে আলহাজ্ব মোহাম্মদ নজর ুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের, আটাব চট্টগ্রাম জোনের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু তাহের, আটাব ইসি সদস্য আলহাজ্ব ফরিদ আহম্মদ, আলহাজ্ব ইদ্রিস মিয়া, হাবের সাবেক সচিব আলহাজ্ব আজহার চৌধুরী, আটাব সদস্য অধ্যাপক ইয়াহিয়া,মোহাম্মদ মহিউদ্দিন, মোঃ আবুল মহসিন, উত্তম আইস, মোঃ ওসমান গণি, এটিএম রশিদ উদ্দিন শাহিন, আবু বক্কর , সন্জীব দে , আলহাজ্ব আবদুল মান্নান প্রমূখ ।

সর্বশেষ